নতুন বছর মায়ের সঙ্গে কাটাবেন রাহুল গান্ধী

0
724

খবর৭১:নতুন বছর মায়ের সঙ্গে কাটাবেন রাহুল গান্ধী। ছেলের হাতে দায়িত্ব সঁপে গোয়ায় ছুটি কাটাচ্ছে সোনিয়া গান্ধী।

শনিবার রাতে দিল্লি থেকে সেখানে উড়ে গেছেন রাহুল গান্ধী। নতুন বছর সেলিব্রেট করবেন গোয়ায়।
গতবছরও গোয়ায় নববর্ষে কাটিয়েছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। রাজধানীতে পরিবেশ দূষণের কারণে সোনিয়াকে হাওয়া বদল করতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেইমতো তিনি গোয়ায় নিজের পছন্দের জায়গায় ছুটি কাটাচ্ছেন। গোয়ায় সাইকেলও চালাচ্ছেন সোনিয়া। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কংগ্রেসের এক প্রবীণ নেতা জানিয়েছেন, এটা রাহুল গান্ধীর ব্যক্তিগত সফর। দলের কেউ এ ব্যাপারে জানে না।

রাহুল কতদিন গোয়ায় থাকবেন, তা জানা যায়নি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, গুজরাটে টানা ৩ মাস প্রচার করেছেন রাহুল গান্ধী। ফলে তাঁর ছুটি প্রাপ্য। নতুন বছরে সকলেই পরিবারের সঙ্গে সময় কাটান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here