এমপি লিটন’র স্মরণ-গোলাম মোস্তফা’র শোকসভা

0
329

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন’র স্মরণ ও গোলাম মোস্তফা আহমেদের শোকসভার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ।
(রোববার) বেলা ১১ টায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন’র গ্রামের বাড়ি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টার পাড়ায় এ সভানুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রমাণিক’র সভাপতিত্বে উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
এছাড়া, গত ১৯ ডিসেম্বর সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকাস্থ সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে মারা যান এ আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ। তিনি এর আগে ১৮ নভেম্বর বাড়ি থেকে ঢাকা যাবার পথে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হন। তিনি ২২ মার্চ উপনির্বাচনে ৯০হাজার ১শ ৬৯ ভোট পেয়ে আ’লীগের মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। যৌথভাবে প্রয়াত এমপিদ্বয়ের স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৬ সালের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ঘরে আততাঁয়ীদের ছোঁড়া গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মারা যান। পরদিন এমপি লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকুলী থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একই আসনের জাপা’র সাবেক এমপি কর্ণেল (অব:) ডা: আব্দুল কাদের খাঁন, তাঁর সহচর সোহেল রানা, শাহীন মিয়া, মেহেদী হাসান, শামছুজ্জোহা, গাড়ীচালক হান্নান ও সুবল চন্দ্রকে গ্রেপ্তার পূর্বক তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। এ ঘটনার অপর সমন্বয়কারী চন্দন কুমার রায় পালিয়ে ভারতে অবস্থান করছে বলে জানা গেছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here