গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত

0
441

খবর৭১:রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল ৭টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বংশাল থানার এসআই রফিক।
এসআই রফিক বলেন, আজ সকালে বাসের ধাক্কায় ওই লোকটি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here