লালমনিরহাটে শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামী আসলাম গ্রেফতার

0
453

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাটের শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলাম (৪০) হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে সদর থানা পুলিশ আসলামকে পৌর শহরের সাপটানা বাজার থেকে গ্রেফতার করেন। সে ওই এলাকার নুরুল হক মাছুয়া পুত্র ও কাউন্সিলর আঃ সালামের ভাই।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার এএসআই (নিঃ) রিয়াজুল হক সঙ্গীও ফোর্স নিয়ে শহরের সাপটানা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলামকে ১০৩ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ১(ক)/৯(খ) মুলে লালমনিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৬৭, তাং-২৯/১২/১৭ইং।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, শীর্ষ সন্ত্রাসী আসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, পুলিশের কাজে বাঁধা ও মাদক ব্যবসাসহ ১৩টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here