চৌগাছায় লিগ্যাল এইড বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত

0
379

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় লিগ্যাল এইড বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়াতনে এই গনশুনানী অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাষ্টিস ফর অল যশোরের প্রকল্প সমন্বয়কারী সিনিয়র সহকারী জজ খন্দকার জিলানী হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সুপারভাইজার আব্দুল করিম। এ সময় ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন, সমাজের গরীব অসহায় মানুষের মামলার ভার সম্পূর্ণ সরকারী খরচে পরিচালনা করা হবে। ইউনিয়ন পরিষদে কোন মামলার মিমাংসা না হলে সংশ্লিষ্ঠ চেয়ারম্যান মহোদয়ের নিকট হতে আবেদন ফরমে সুপারিশ নিয়ে লিগ্যাল এইডে আসলে এই সুবিধা গ্রহন করা যাবে। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here