খবর৭১:অপহরণের ঘটনা সাজিয়ে মামলা করার অভিযোগে স্ত্রীসহ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং ঢাকার আদালতের পুলিশ প্রধান আনিসুর রহমান সাংবাদিকদের জানান, নিয়মানুযায়ী রবিবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এর আদালতে মামলাটি উপস্থাপন করা হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার স্ত্রীকে দিয়ে অপহরণ এবং চাঁদা দাবির মামলা করেছেন।
খবর৭১/জি