দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
৪৭তম শীতকালীন স্কুল ও মাদ্রসার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এজন্য এক আলোচনা সভা দুপচাঁচিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিক আলম, সদস্য আখতারুজ্জামান তুহিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল বাশার, আব্দুর রউফ, শামছুল ইসলাম, সুপার গোলাম মোস্তফা প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর৭১/এস: