আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ১৪কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (২৮ডিসেম্বর) দুপুরে শহরের পৌরসভাধীন সাহেবপাড়া স’মিল সংলগ্ন বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪কেজি গাঁজাসহ বাহার আলী (৪০) ও রাপি (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেন।
পুলিশ জানান, লালমনিরহাট সদর থানার এসআই মোস্তফা ও এএসআই রিয়াজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদরের মোগলহাট ইউনিয়নের খারুয়ার চর এলাকায় মকবুল হোসের পুত্র বাহার আলী (৪০) ও একই এলাকার আঃ গফুরের পুত্র রাপি (৩৮) কে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তী মোতাবেক লালমনিরহাট শহরের পৌরসভাধীন সাহেবপাড়া স’মিল সংলগ্ন বেলাল হোসেনের বাড়িতে রাখা গোবর শুকনা গুলের বস্তা ভিতরে মজুত রাখা ১৪কেজি গাঁজা উদ্ধার করেন। ওই সময় বাড়ির মালিক বেলাল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসী জানান, বেলাল হোসেন তার বাড়িতে বিভিন্ন কৌশলে গোবর শুকনা গুলের বস্তা ভিতরে গাঁজা নিয়ে আসেন, মজুত করে রাখেন। তা সুযোগ বুঝে ট্রেনযোগে বিভিন্ন স্থানে বহন করেন। এভাবে বেলাল হোসেন দীঘদিন ধরে মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিয়ে আসছেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির মালিক বেলাল হোসেনসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ৭১/ ই: