গুলশান থেকে ব্যাংকার নিখোঁজ

0
425

খবর ৭১: রাজধানীর গুলশান থেকে নাইমুল ইসলাম সৈকত নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
পরিবার জানায়, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান-১ এ যেতে গতকাল সকাল ১০টার পর শ্যামলী শাখা থেকে বের হন সৈকত। কিন্তু দুপুরের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক এসআই বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজ সৈকত ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখায় কর্মরত ছিলেন।
তিনি আরো জানান, সৈকতের অবস্থান সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ফোনকল শনাক্ত করে সৈকতের সবশেষ অবস্থান নিকেতনে পাওয়া গেছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here