পাইকগাছায় করগণশুনানীতে সুইজারল্যান্ড হাইকমিশনার

0
435

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার গদাইপুরে কর গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ড মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যানেল চেয়ারম্যান জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের হাই কমিশনার মিঃ রেনে হলেরষ্টেইন। বিশেষ অতিথি ছিলেন, শরিক প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর তীর্থ সারতী সিকদার, ম্যানেজার বিলকিস বেগম, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষক এসএম মোজাম্মেল হক, কলেল মলিক, এসএম বাবুল আক্তার, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন লিটন, সন্তোষ সরকার, মনিন্দ্র দেবনাথ, শিক্ষক শিবশংকর রায়, প্রজিৎ কুমার রায়, ইউপি সদস্য জবেদ আলী গাজী, আজিবার রহমান, আঃ হাকিম, আব্দুর রাজ্জাক, বাবলু সরকার, উত্তম বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারান চন্দ্র ঢালী।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here