কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকা থেকে অপহৃত শিশু মিষ্টিকে (১১) বুধবার ভোরে রংপুরের শালবন এলাকা থেকে উদ্ধার ও অপহরণকারী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। অপহৃত মিষ্টি গাইবন্ধা জেলার ফুলছড়ি থানার ভাষার পাড়া এলাকার বিষ্ণু চন্দ্র দাসের কন্যা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি থানার ভাষার পাড়া এলাকার বিষ্ণু চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস তার একমাত্র মেয়ে মিষ্টিকে সাথে নিয়ে উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার গোবিন্দ বিশ্বাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। মেয়ে মিষ্টি রানীদাস এ বছর উপজেলার সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। শুক্রবার বিকেলে কৌশলে সফিপুর বাজার এলাকা থেকে মিষ্টিকে অপরহণ করে নিয়ে যায় আঃ রহিম নামে ওই যুবক। মেয়েকে না পেয়ে শিক্ষার্থীর মা অঞ্জনা রানী দাস বাদি হয়ে ওই দিনই কালিয়াকৈর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে। পরে কালিয়াকৈর থানার এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোরে রংপুরের শালবন বাজার এলাকা থেকে অপহৃত শিশু মিষ্টিকে উদ্ধার ও অপহরণকারী আঃ রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আব্দুর রহিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র। সে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে। গ্রেফতারকৃত আব্দুর রহিমকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ৭১/ ই: