নান্দাইলে অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই

0
362

খবর৭১: নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এক অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসতঘর সহ ৪৩টি ঘর, ৬টি গরু, ৫টি ছাগল, অর্ধশতাধিক হাসমূরগী, ২৫০ মণ ধান-চাল ও নগদ ৪ লক্ষ টাকা সহ মোট ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ হাতিম মাস্টার, রুকন মিয়া ও আব্দুর রশিদ জানান, আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম থেকে উঠে দেখি সর্বদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এঘটনায় নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, সিংরইল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারে মাঝে ৪০ বান্ডেল টিন, ২০০ কম্বল সহ ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here