খবর ৭১: ২০০৮ সালের পর প্রায় দীর্ঘ এক যুগ ধরে পাকিস্তানে খেলছে না বাংলাদেশ। কয়েকবারই দেশটিতে সফর বাতিল করেছে বিসিবি। এবারও ব্যতিক্রম হয়নি।
পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিসিবি এখন পর্যন্ত কিছু না বললেও ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
গেল অক্টোবরে এসিসি ইমার্জিং কাপ ক্রিকেট আয়োজনের দায়িত্ব পায় পিসিবি। অনূর্ধ্ব ২৩ দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। তবে আইসিসির সেই সভায় বাংলাদেশ ও ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
শোনা যাচ্ছে, পাকিস্তান থেকে ভেন্যু পরিবর্তন করতে আইসিসির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ও ভারত।