খবর৭১:বাসায় গিয়ে বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক চিকিৎসা সেবাদান কার্যক্রমের মেয়াদ বাড়ল আরও একমাস। শীতজনিত কারণে নানা অসুখের এ চিকিৎসা কার্যক্রম আরও একমাস বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফলে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে ডিএসএসসির এ কার্যক্রম।
মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৮ নভেম্বর থেকে ১৪ দিনব্যাপী এ কার্যক্রম শুরু করেছিল ডিএসসিসি। এরপর আরও ১৪ দিন বাড়ানো হয়। গতকাল সেই মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নাগরিকদের অনুরোধে তৃতীয় বারের মত এর সময় বাড়াল ডিএসএসসি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিনামূল্যে সেবা পেতে নাগরিকদের জন্য ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল সেন্টার চালু করেছে ডিএসসিসি। গত এক মাসে ৩৮ হাজার ৯৮৮টি কল এসেছে। যার মধ্যে কর্পোরেশন এলাকার ১৬ হাজার ১৭টি। তাদের মধ্যে বাড়িতে গিয়ে ৯২০৮ জনকে সেবা দেয়া হয়েছে।
খবর৭১/জি: