ঢাকায় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

0
342

খবর৭১:ঢাকায় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে আগামী বছরের মে মাসে। প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের দ্বিতীয় সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং টাস্কফোর্সের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ তথ্য জানান। ত্রাণমন্ত্রীর সভাপতিত্বে সভায় টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ২০১৫ সালে (১২-১৪ ডিসেম্বর) বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন হয়। সেখানে ১৮টি দেশ অংশ নিয়েছিল। সেখানে আটটি ঘোষণা ছিল, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আরেকটি আন্তর্জাতিক সম্মেলন করার ইচ্ছা প্রকাশ করেছিলাম।’
তিনি বলেন, ‘আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের মে মাসে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন।’

সর্বশেষে হিসাব অনুযায়ী সারাদেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ১৪৯ জন জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘১৯টি ঘূর্ণিঝড়প্রবণ জেলায় প্রতিবন্ধীদের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার। সারাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি করা হবে। ইতোমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে, যা প্রতি মাসে আপডেট হয়।’

‘তাদের (প্রতিবন্ধী) সার্বিক তত্ত্বাবধান ও তাদের সুনাগরিক হিসেবে রাখতে চাই। সেই আলোকে আজ আলোচনা হয়েছে। তাদের যাতে কোনো কষ্ট না হয়, সব ধরনের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারে সেই ব্যাপারে আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে গ্রহণ করা কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সোয়া ২ ঘণ্টা আলোচনা হয়েছে।’

২০১৫ সালের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পন্ন না হতে কেন আরেকটি সম্মেলন করা হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে চুলচেরা আলোচনা হয়েছে। বাস্তবায়ন অগ্রগতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের মন্ত্রণালয়সহ প্রতিবন্ধিতা নিয়ে কাজ করা অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরা আজকে সভায় উপস্থিত ছিলেন। সবাই অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি (সায়মা হোসেন) সন্তোষ প্রকাশ করেছেন, সেই আলোকেই আমরা দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চাই।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল বলেন, ‘(২০১৫ সালের সম্মেলনে) ঢাকা ঘোষণার আটটি বিষয়ের স্ট্যাটাস আমাদের কাছে আছে। প্রতিটি দেশ তাদের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করবে যিনি এই বিষয়গুলোতে নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে সায়মা হোসেনকে নির্বাচিত করেছে। তার নেতৃত্বেই আমরা ২০১৫ সালের পর থেকে কাজ করছি।’

সভায় গত সম্মেলনে অংশ নেয়া ১৮টি দেশের প্রতিবন্ধিতার পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে বলেও জানান সচিব। গত দুই বছরে বাংলাদেশ প্রতিটি বিষয় শতভাগ বাস্তবায়ন করেছে জানিয়ে সচিব বলেন, ‘কিন্তু এটা ইনিশিয়াল স্টেজে বলতে পারেন। এটা আস্তে আস্তে উন্নত দেশগুলো যেভাবে গুরুত্ব দেয় সেভাবে দেয়া হবে।’

সভায় চাকরির কোটার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শাহ কামাল বলেন, ‘সে বিষয়ে হয়তো সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নেবে। তাদেরকে (প্রতিবন্ধী) জেলাওয়ারী তালিকাভুক্ত করতে বলা হয়েছে। যাতে অন্যরা কেউ প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে তাদের কোটা থেকে বঞ্চিত করতে না পারে তা নিশ্চিত করা।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here