জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি সভা কাল

0
455

জাবি প্রতিনিধি,খবর৭১.কম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট নির্বাচন-২০১৭ উপলক্ষে জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি সভা অাগামীকাল ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান।

সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে এবার মোট ১১৯ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দুটি প্যানেলে এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা একটি প্যানেলে লড়বেন।

বিএনপি সমর্থিত প্যানেলটিতে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শামসুল আলম সেলিম। ‘স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী’ নামের এই প্যানেলে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেলের মধ্যে রয়েছেন- সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বাধীন প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ এবং সাবেক উপাচার্য এম এ মতিনের নেতৃত্বাধীন প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গ্র্যাজুয়েট মঞ্চ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here