ছাতকে সমস্কেল বাস্তবায়নের দাবীতে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান

0
351

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ৪র্থ শ্রেনীর ন্যায় সমস্কেল বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয় বরাবরে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ছাতক শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ৪র্থ শ্রেনীর ন্যায় সমস্কেল বাস্তবায়নের দাবীতে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনও করেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ছাতক শাখার সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দিন, গ্রাম পুলিশ ফারুক মিয়া, অরুন চন্দ্র দাস, সদয় মোহন দাস, ললিত নাথ, কৃপেশ বৈদ্য, রবিন্দ্র বৈদ্য, রূপমালা বেগম, দিপালী রানী শীল, সুজয় রবি দাস, ললিত মোহন দাস, ইব্রাহিম আলী, যোগেশ নাথ, সুধীর নম, আলিমা বেগম, ফুলতেরা বেগম, আব্দুর রশিদ, মাহমুদ আলী, সুক্রিতী রানী, সম্পা রানী দাস, খয়রুন নেছা, মঈন উদ্দিন, স্বপ্না বেগম, মনির উদ্দিন, আলিমা বেগম, অমর বৈদ্য, জয়ধন মালা, সুমি আক্তার, পিয়ারুন বেগম, লিমা বেগম, জুবেরা বেগম, রুসমত আলী, বাবুল মিয়া, জসিম উদ্দিন, রানা বিশ্বাস, আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here