সিরাজগঞ্জের বেলকুচিতে হাত-পা বাধা কিশোরীর জবাইকরা লাশ উদ্ধার

0
383

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি থেকে চায়না খাতুন (১১) নামে হাত-পা বাধা এক কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়া খাড়ুয়া গ্রামের যমুনা নদীর একটি ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী চায়না খাতুন বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের দিন মুজুর জহুরুল ইসলামের মেঝো মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলাইমান হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে চায়না খাতুন নিখোঁজ ছিলো। আজ সকালে সদর ইউনিয়নের ছোট বেড়াখাড়ুয়া গ্রামের যমুনা নদীর একটি ক্যানেলে থেকে হাত-পা বাধা তার জবাইকরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হাত-পা বাধা কিশোরীকে জবাই করে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here