চুয়াডাঙ্গায় পুলিশের এসআই ওহিদকে কুপিয়ে জখমঃ আটক-১

0
367

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ী  পুলিশের ইনচার্জ এসআই ওহিদ হোসেনকে  কুপিয়ে জখম করেছে একদল যুবক। সোমবার রাত সাড়ে  ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে শহরের দক্ষিন গোরস্থান পাড়ার বুদোর ছেলে মিন্টুকে পুলিশ আটক করেছে। আহত এসআই ওহিদ ও আটক মিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও পুলিশী কাজে  বাঁধা প্রাদানের অভিযোগে মিন্টুসহ ৯জনকে  আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় দুটি দায়ের করেছে। জানা গেছে, রবিবার রাতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া ও হকপাড়ার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ী  পুলিশের ইনচার্জ এসআই ওহিদ হোসেন মোটরসাইকেল যোগে সঙ্গীয় ফোর্স নিয়ে ফার্মপাড়ার কদমতলা নামক স্থানে টহলে যায়। সেখানে দেশীয় অস্ত্রসহ একদল যুবককে দেখে থামতে বলে। তখন তাদের হাতে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে এসআই ওহিদকে পিঠে কোপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কনষ্টেবল রিপন মিন্টু নামে একজনকে জাপটে ধরে। জাপটে ধরার সময়  উভায়ের ধস্তাধস্তিতে মিন্টু গুরুত্বর আহত হয়। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এসআই ওহিদকে ঢাকায় ও মিন্টুকে রাজশাহী মেডিকেলে  রেফার্ড করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মিন্টুর অবস্থা আশংঙ্কা জনক। এরআগে খবর পেয়ে পুলিশ সুপার মাহাবুবুর রহমান আহত পুলিশ সদস্যকে হাসপাতালে দেখতে যান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here