মেলবোর্ন টেস্টে ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরি

0
329

খবর৭১: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৩০ বলে শতরান পূর্ণ করেন তিনি। তার এই ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কার মার রয়েছে। ব্যক্তিগত ১০৩ রানের মাথায় অ্যান্ডারসনের বলে আউট হয়ে যান তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চতুর্থ টেস্টের প্রথম দিন সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়কের সিদ্ধান্তটা যে সঠিক ছিলো। ব্যাটসম্যানরা তার প্রমাণ দিলেন মাঠে।

ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রাফট তাদের ওপেনিং জুটিতে ১২২ রান তোলেন। এরপর ব্যক্তিগত ২৬ রানে ওকসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরি যান তিনি।

৫ ম্যাচের ৩টিতে জয় নিয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা করছে অজিরা।

অন্যদিকে মান বাঁচাতে জয়ের বিকল্প দেখছে না ইংল্যান্ড। তাই এই ম্যাচেও টানটান উত্তেজনা থাকবে তা বলার অপেক্ষ রাখে না।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here