পাইকগাছায় রোহিঙ্গা আটকের পর চট্টগ্রাম ক্যাম্পে প্রেরণ

0
523

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা থানা পুলিশ উপজেলা ভিলেজ পাইকগাছার মটরসাইকেল স্ট্যান্ড থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে। সোমরাব সকালে প্রায় ৬০ বছর বয়সের একটি লোক বলাই ঘোষের মিষ্টির দোকানে সামনে বসেছিল। এ সময় তার কাছে কাপড়-চোপড় ও থালা বাসন ভর্তি ২টি বস্তা ছিল। অপরিচিত লোকটিকে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লোকটিকে রোহিঙ্গা সন্দেহে থানায় নিয়ে আসে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, অপরিচিত লোকটিকে থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা সন্দেহে তাকে চট্রগ্রামে কাম্পে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here