ইমরান খন্দকার:
রাজধানীর হাতিরঝিলের আজ রাত ১০ ঘটিকায় মহানগর ফ্লাইওভার থেকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।
সে সময় গাড়ীর ভিতরে ৫ জন যাত্রী ছিল, ৪ জন গুরুতর আহত হয়।
দূর্ঘটনার সাথে সাথে গাড়ীর চালক পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী পথচারি সাব্বির খবর ৭১কে বলেন, মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপাণ ও দ্রুত গতিতে গাড়ী চালানোর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী উল্টে যায়।
চলতি বছরের ০১ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ডলি বেগম (৩৬) নামের এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।
২০১৩ সালের ২ জানুয়ারি উদ্বোধনের পর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ’।
নিহতদের মধ্যে রয়েছেন- দর্শনাথী, প্রেমিক যুগল, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, গার্মেন্টস কর্মী, এছাড়াও রয়েছেন কলেজ শিক্ষক।
রাজধানীর দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলোর মধ্যে হাতিরঝিল একটি নান্দনিক স্থান হলেও বেপরোয়া গাড়ি চলাচল ও অনুমোদিত রুটবিহীন গাড়ী চলাচলের কারনে হরহামেশাইসড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। এছাড়াও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বেপরোয়া গাড়ির চলাচল। ঘুরতে এসে ফিরছেন লাশ হয়ে। জীবনের স্বাদ, আহ্লাদ, স্বপ্ন পূরণ নিমিষেই সাঙ্গ হচ্ছে সুন্দরপ্রিয় দর্শনার্থীদের। কিছুদিন পরপরই ঘটছে সড়ক দুর্ঘটনা। তবুও টনক নড়েনি প্রকল্প ও সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের।সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, এখানে যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা নেই। নেই ট্রাফিক ব্যবস্থাপনা। সুযোগে তাই পাগলা ঘোড়ার মতো ছুটে চলে মাইক্রো, মোটারসাইকেল কিংবা পাজেরো জিপ।
খবর ৭১/ই: