বিজিবির হাতে ৩ বিএসএফের সদস্য আটক

0
393

খবর৭১: সীমান্ত অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। রবিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্তে তাদের আটক করা হয়। তাদের রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজশাহীস্থ-১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, তারা সবাই ভারতের মুর্শিদাবাদ সীমান্তের হাড়ূডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য। বিএসএফের ৮৪ ব্যাটালিয়ানের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে।

বিজিবি সূত্র জানায়, একদল চোরাকারবারি ভারতের ভেতরে ঢুকে পড়ে। বিএসএফ সদস্যরা ওই চোরাকারবারিদের তাড়া করতে করতে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এসময় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা তিন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আরও কয়েকজন সদস্য থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here