দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ার ইসলামপুর কুশ্বশহর গ্রামে গতকাল রোববার পুলিশের অভিযানে বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের বাবা ও বরযাত্রীরা পালিয়ে গেছে।
পুলিশ জানায়, উপজেলার কুশ্বশহর গ্রামে ফিরোজ উদ্দিনের মেয়ে যুথি আকতার করমজী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। রোববার দুপুরে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। গ্রামবাসী বাল্যবিবাহ ঠেকানোর জন্য ইউএনও এর মুঠোফোনে অভিযোগ করেন। ইউএনও বিষয়টি দুপচাঁচিয়া থানায় জানানোর পর দুপুরে ওই গ্রামে কনের বাড়িতে পুলিশ হাজির হয়।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন বলেন, বাল্যবিয়ের কথা শুনেই দুপুরে ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খবর ৭১/ এস: