খবর ৭১:সদ্য মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে এ আওয়ামী লীগ নেতার ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিলের বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে বাসার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকাল ৪টার দিকে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
খবর ৭১/ ই: