ভাইয়ের কাছে নেপালি শিক্ষার্থী বিনিশার লাশ হস্তান্তর

0
399
 খবর ৭১:রাজধানীর ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি বিনিশা শাহর (২০) লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে রোববার দুপুরে নরেন্দ শাহ বিনিশার মরদেহ গ্রহণ করেন।
এ সময় ভাটারা থানা পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও নেপাল দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান জানান, নেপালি ওই ছাত্রীর লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে উড়ে যাবে বিনিশার মরদেহবাহী বিমান।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিনিশা ডেন্টাল কলেজের ২২তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান এবং হোস্টেল কক্ষে গিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিনিশা দুই বছর আগে বাংলাদেশে পড়তে আসেন। তার বাবার নাম ভাগান সাহু, মা শান্তি দেবি সাহু। নেপালের বিরাট নগরের কাঞ্জন গ্রামে তাদের বসাবস। পুলিশের ধারণা, আত্মহত্যা করে ওই শিক্ষার্থী মারা গেছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here