খবর ৭১:চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিকে হারিয়ে বছরটা দারুণভাবেই শেষ করলো বার্সেলোনা। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জয় তুলে নেয় বার্সা। প্রথমে দারুণ খেললেও শেষ দিকে খেই হারিয়ে ফেলে রিয়াল।
এ ম্যাচে ব্যক্তিগত থেকে শুরু করে দলীয় বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। পাশাপাশি স্প্যানিশ লা লিগারও একটি দুর্দান্ত রেকর্ড হয়েছে। লুইস সুয়ারেজের দ্বিতীয়ার্ধের শুরুতে (৫৩ মিনিট) করা প্রথম গোলটি ছিল লা লিগার ইতিহাসে ৭০ হাজারতম গোল।
লা লিগা শুরু হয়েছিল সেই ১৯২৯ সালের ১০ ফেব্রুয়ারিতে। যেখানে এসপানিওলের হয়ে আসরটির ইতিহাসে প্রথম গোল করেন পিটাসে নামে পরিচিত প্রয়াত পার্ট রিপোলেস।
লিওনেল মেসি ২০১২-১৩ মৌসুমে লিগে টানা ১৯ ম্যাচে গোল করেন। যা এখন পর্যন্ত টানা গোল করার ব্যক্তিগত রেকর্ড। সেবার দলের ১১ থেকে ২৯ ম্যাচ পর্যন্ত গোল করেন তিনি।
খবর ৭১/ ই: