ইবি এবং চম্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
407

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং দক্ষিণ কোরিয়ার চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইবির উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী আজ রবিবার (২৪ ডিসেম্বর) এ স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে চম্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগ এবং ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স-এর মধ্যে বায়োটেকনোলজি এবং বায়োমেডিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বিত গবেষণা পরিচালনা, গবেষণা এবং শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়, প্রয়োজনীয় ল্যাব সুবিধা প্রদানসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্র উন্মোচিত হলো।

এসময় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নিলুফা আখতার বানুসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here