মানবিক মূল্যবোধের স্পর্শকাতর দিক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূল্যবোধ’ প্রকাশ

0
611

খবর৭১,রেদোয়ান জনি:মানবিক মূল্যবোধের স্পর্শকাতর দিক নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘মূল্যবোধ’। মাত্র ৮ মিনিট ১৫ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শুক্রবার ইউক্যান ফিল্মসের ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে। তাফসিরুল ইসলামের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য তৈরি করেছেন সাজ্জাদ হোসাইন ও শাহরিয়ার রাব্বি । এটি পরিচালনা করেছেন শাহরিয়ার রাব্বি।
সিনেমাটোগ্রাফিতে ছিলেন সৌরভ ভাবনা। মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ করাকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রটির গল্প।

চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক শাহরিয়ার রাব্বি বলেন, ‘প্রথম কাজ দিয়ে আপনদের যে পরিমাণ ভালবাসা পাচ্ছি তা আমি কখনো কল্পনা করিনি। এটি আমাদের টিমওয়ার্ক। সবাই এ কাজটির জন্য প্রচুর পরিশ্রম করেছে। সকল রক্তদাতা এবং রক্ত সংগ্রহকারীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা একবার হলেও আমাদের কাজটি দেখবেন।’

এতে অভিনয় করেছেন আফিয়া ওয়াসিমা, আরাফাহ, সাজ্জাদ হোসাইন, নাঈম, সাফাউল রাজু, রাফিদ চৌধুরি প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here