খবর৭১:রেদোয়ান জনি:মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি শুক্রবার (২২ ডিসেম্বর) সম্পন্ন হয়। বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, মীরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে পরীক্ষার হল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, কাষ্টমস এক্সাইজ এণ্ড ভ্যাট বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, অধ্যক্ষ নুরুল আবছার, অধ্যক্ষ কামরুল ইসলাম, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, ক্লিফটন গ্রুফের পরিচালক লায়ন আলী হায়দার চৌধুরী, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশন সভাপতি লায়ন তাহের আহম্মদ, অধ্যাপক সুনীল কান্তি নাথ, অধ্যাপক জসীম উদ্দিন, অধ্যাপক মিয়া খান চৌধুরী, প্রভাষক নাসির উদ্দিন, প্রভাষক আশরাফ খান, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান সুভাষ সরকার, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন সাইফুল ইসলাম টুটুল, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফুদ্দিন, প্রজন্ম মীরসরাইয়ের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উদ্দীপন ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, বিজলী ক্লাবের সাবেক সম্পাদক তাওহীদ, লায়ন ইলিয়াছ সিরাজীসহ সাংবাদিকবৃন্দ ও শান্তিনীড়ের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
পরীক্ষা নিয়ন্ত্রক মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে বারইয়ারহাট কেন্দ্রে শান্তিনীড় সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম হল সুপার এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক হল সচিব, শিশু নিকেতনে শান্তিনীড় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাঈন উদ্দিন হল সুপার এবং শিশু নিকেতনের অধ্যক্ষ সালামত উল্লা হল সচিব, মীরসরাই কেন্দ্রে শান্তিনীড় সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান হল সুপার এবং মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান হোছাইন সবুজ হল সচিবের দায়িত্ব পালন করেন।
বারইয়ারহাট কেন্দ্রে শান্তিনীড় কোষাধ্যক্ষ সবুজ সেন এবং মীরসরাই কেন্দ্রে শান্তিনীড় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সার্বিক তত্ত্বাবধান করেন।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১১বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।
খবর৭১/জি: