কারাগারে ছাত্রদলের দুই নেতা

0
373

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর থেকে গ্রেফতার ছাত্রদল কর্মী আবু জাফর ও ছাত্রদল নেতা আরিফুর রহমান এমদাদকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার এই দুইজনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই বিজয় কুমার ঢাকা মহানগর হাকিম দেবব্রতের আদালতে হাজির করলে শুনানী শেষে জামিন নামঞ্জুর করে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে রাজধানীর মৎস ভবনের সামনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আবু জাফর ও তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here