ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে জার্মানির ঔটএঊঘউঋ ‘ঙ’ জউঊজটঘএ ঊ.ঠ. বৃত্তি প্রদানকারী সংস্থা বৃত্তি প্রদান করেছে। গতকাল শনিবার চরনিখলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন সংস্থার কো-অর্ডিনেটর নূরুল ইসলাম বিপিএম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপিতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসাইন মো.বিন জাহিদ, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সালাউদ্দিন খুররম প্রমুখ ।
খবর৭১/এস: