গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার পাটিকেলবাড়ি এলাকা থেকে দুই বোতল বিদেশী মদসহ বিক্রম গাইন নামে এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে বৌলতলী তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত বিক্রম গাইন পাটিকেলবাড়ি গ্রামের বিমল গাইনের ছেলে। সে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
এ ব্যাপারে বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি এস আই ফরিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাটিকেলবাড়ি এলাকা থেকে দুই বোতল বিদেশী মদসহ বিক্রম গাইনকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
খবর ৭১/ইঃ