নিখোঁজের চার মাস পর কল্যাণ পার্টির মহাসচিব গ্রেপ্তার

0
414

খবর ৭১: গত চার মাস ধরে নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন।

গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে, গুলশান থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহজাহান সাজু বলেন, গত ৪ মাস ধরে মামলা থেকে বাঁচতে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান পালিয়ে ছিলেন। তাকে ওই মামলার রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here