খবর৭১:রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে অন্যতম সেরা নির্বাচন হয়েছে বলে মনে করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের এ মতামত তুলে ধরেন।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মো. আব্দুল আলীম লিখিত বক্তব্যে বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন কোন ধরনের সহিংসতা ও নির্বাচনী অনিয়ম ছাড়াই উৎসব-আমেজে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন ছিল সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। ভোটাররাও ভয়ভীতির উর্ধ্বে থেকে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচনে ভোট প্রদানের হার শতকরা ৭০ ভাগ। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন গুলোর মধ্যে অন্যতম সেরা নির্বাচন। যা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের আস্থা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।’
ড. মো. আব্দুল আলীম জানান, ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ মোট ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণকৃত ভোট কেন্দ্রের ৯৩.৬ ভাগ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট, ৯৫.১ ভাগ কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট ও ৯২.৯ ভাগ কেন্দ্রে জাতীয় পার্টি প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।’
নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যে প্রসঙ্গে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল একেকটি আলাদা প্রতিষ্ঠান দলগুলো তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বক্তব্য দিতে পারে। কিন্তু বাস্তব অবস্থা বিবেচনা করবে জনগণ।’
তিনি বলেন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহার করার পূর্বে জনগণকে ইভিএম সম্পর্কে আরও জানাতে হবে। আমি দেখেছি রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেখানে কোন প্রকার গাফলতি ছিলনা। দুই বার সমস্যা দেখা দিয়েছে তাৎক্ষণিক ভাবে তার সমাধান করা হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ মিনিটের মধ্যে আমরা রেজাল্ট পেয়েছি।’
সংবাদ সম্মেলনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য মো: আব্দুল আউয়াল ও মো: হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
খবর৭১/জি: