খবর৭১: গাজায় অব্যহত বিক্ষোভে আবারও গুলি চালিয়েছে দখলদার ইসরাইলের সেনারা। এতে ২ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদে জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব নাকচ হওয়ার পরপর স্থানীয় সময় শুক্রবার (২২ ডিসেম্বর) বিক্ষোভরত ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরাইলের সেনারা। অধিকৃত পশ্চিম তীরের ৭ টি নগরী এবং পূর্ব জেরুজালেম জুড়েও ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছে।
ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি এবং রাবার বুলেটেই বেশিরভাগ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার দেয়ার পর এ পর্যন্ত ইসরাইলের সেনাদের গুলিতে ১০ নিহত হলেন। আহত হয়েছেন কয়েক শতাধিক।
খবর৭১/জি: