এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩দিন ব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাকইবুনিয়া গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গনে এ কীর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এ আসরে পদাবলী পরিবেশন করেছেন ভাই বোন সম্প্রদায়-গোপালগঞ্জ, দুই বোন সম্প্রদায়-চিতলমারী, অশোক সম্প্রদায়-নড়াইল।
জানা যায়, মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার গভীর রাতে এ নাম কীর্তন শেষ হয়। এ পদাবলী কীর্তনে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে এখানে। কীর্তন পরিচালনা কমিটির সভাপতি লক্ষন দাস বলেন, প্রায় ৩০ বছর ধরে এ কীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। কাকইবুনিয়া গ্রাম ও ভক্তবৃন্দের অর্থায়নে এ কীতর্নের আয়োজন করা হয়। এছাড়া ভক্তদের জন্য সব সময় প্রসাদের ব্যাবস্থা করা হয়। শেষের দিন নৌকা-বিলাস পালা দিয়ে এ পদাবলী কির্তনের সমাপ্তি ঘটে।
খবর ৭১/ ই: