আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটে দ্বিতীয় বারের মতো জমে উঠেছে বউ জামাই মেলা। জামাই এসে বড় বড় মাছ কিনে নিয়ে যাবে শ্বশুর বাড়ি। দুপুরে খেয়ে বিকেলে আবার যাবেন পিঠা মেলায়। এতে মূলত মৎস্য ও পিঠার স্টল রয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
স্থানীয় বউ-জামাই মেলা উদযাপন পরিষদের আয়োজনে মৎস্য মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। পিঠা মেলায় স্টল রয়েছে প্রায় ৫০টি।
একই মাঠে বিকেলে নানান রকম পিঠা নিয়ে বসবে পিঠা মেলাও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য বিনা টিকিটে খোলা থাকছে পুরো আয়োজন। বিনোদনের জন্য বাড়তি আয়োজন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ এনেছেন মেলায়। বেশ দামও হাঁকাচ্ছেন তারা। ক্রেতারাও চাহিদা ও সার্মথ্য অনুযায়ী দাম কষে যাচ্ছেন।
অনন্য মৎস্য আড়ৎ সুদূর চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে ২৩ কেজি ওজনের কোরাল, ১৫ কেজি ওজনের বোয়াল, ১০কেজির ওজনের রুই-কাতলসহ বিভিন্ন জাতের মাছ।
বিক্রেতারা জানান, কোরাল মাছটি ৪৫ হাজার টাকা দাম হাঁকানো হয়েছে। ৩৮/৪০ হাজার পর্যন্ত উঠলে বিক্রি করা হবে। রুপালি মৎস্য আড়তে ১৫ কেজি ওজনের গ্রাসকার্প মাছটি ক্রেতাদের দৃষ্টিতে আসছে। বাজেট অনুযায়ী দাম কষে যাচ্ছেন ক্রেতারা। বিক্রেতা বিরুদাস মাছের দাম হাঁকাচ্ছেন ২৫ হাজার টাকা। ২২ হাজার টাকা হলে বিক্রি করবেন বলে জানান তিনি।
খবর ৭১/ইঃ