লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

0
574

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে আবু তাহের (৬৫) নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকলারহাট-শিয়ালখোয়া সড়কের হরেরাম এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আবু তাহের উপজেলার উত্তর দলগ্রাম এলাকার পাটিকা পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সবুজের বড় ভাই। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হন আবু তাহের। এ সময় উপজেলার  চাকলারহাট-শিয়ালখোয়া সড়কের হরেরাম এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুরে প্রেরন করেন। তিনি আরো জানান, তাকে গুরুত্বর অবস্থায় সেখানে নেয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করান। পরে মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here