ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

0
802

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় আনন্দ র‌্যালীর মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।

বর্ণাঢ্যা র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলালের সভাপতিত্বে ও বাংলা একাডেমীর উপ পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইলের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুঁইয়া মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান, ডা. মৃণাল কুমার সরকার, বিশিষ্ট আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আহসান হাবিব জেবিন প্রমুখ।

ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষি কিছু ব্যক্তি এবং গৌরীপুরের তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় কাঁচামাটিয়া কোলে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শতবর্ষ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন চলবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here