খবর৭১:কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৃহস্পতিবার সিরিয়া বিষয়ে নতুন দফা শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। রাশিয়া, ইরান ও তুরস্ক এতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে।
কাজাখস্তানের পরারাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই দিনব্যাপী এই বৈঠকে যোগ দিতে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রতিনিধিদের পাশাপাশি সিরিয়ার সরকারি ও ২০ সদস্যের বিরোধী দলীয় প্রতিনিধিরা আস্তানায় পৌঁছেছে।
মন্ত্রণালয় জানায়, সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত স্টেফেন ডি মিস্টুরা শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার মস্কোতে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ ও প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুর সঙ্গে বৈঠকে বসবেন।
খবর৭১/জি: