বিয়ে করলেন ক্লোজ আপ তারকা রন্টি দাশ

0
350

খবর ৭১:আবারও বিয়ে করলেন ক্লোজ আপ তারকা রন্টি দাশ। ৭ ডিসেম্বর তার বিয়ের বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান।

জানা যায়, তার সহকর্মী নবাগত সঙ্গীতশিল্পী সাইদ রহমানকে তিনি বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই রন্টির ফেসবুকে তার নতুন স্বামী সাইদ রহমানকে নিয়ে বিভিন্ন ছবি ও স্ট্যাটাস দিতে দেখা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের আগস্ট মাসে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।২০১৩ সালের ১৪ এপ্রিল আরশি নামে এক কন্যাসন্তানের জন্ম দেন। আগের স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণে রন্টির এই নতুন সংসার।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here