অস্ত্রের মুখে ইউপি সদস্যসহ ২০ জনকে অপহরণ

0
594

খবর ৭১:রাঙ্গামাটিতে ইউপি সদস্যসহ ২০ থেকে ২২ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ভাঙামুড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। বর্তমানে অপহৃতরা নিখোঁজ বলে জানা গেছে।

অপহৃতরা নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মূল ইউপিডিএফ থেকে দলছুট নেতা তপন জ্যোতি চাকমা বর্মার নেতৃত্বাধীন নতুন সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সমর্থক বলে দাবি করা হয়েছে।

তবে অপহৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

অপহরণের জন্য প্রতিপক্ষকে দায়ী করছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

সেনা সূত্র জানিয়েছে, অপহরণের খবর পাওয়া গেছে। এর সঙ্গে কারা জড়িত বা অপহৃতদের কোথায় নেয়া হয়েছে- তা খোঁজ নেয়া হচ্ছে।

তবে প্রাথমিক তথ্যমতে, বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া এলাকার দিকে ইঞ্জিনচালিত বোটে করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ সুপার সাঈদ মো. তারিকুল হাসান বলেন, ওই এলাকা থেকে অস্ত্রের মুখে ২০-২২ জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনও জানা যাচ্ছে না। খোঁজখবর নেয়া হচ্ছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে ইউপি সদস্যসহ তাদের ২০-২২ সমর্থককে অপহরণ করে নিয়ে গুম করা হয়েছে। ঘটনার জন্য প্রতিপক্ষের সশস্ত্র ক্যাডারদের দায়ী করেছে তারা।

এ ব্যাপারে জানতে মোবাইলফোনে যোগাযোগ করা হলে নানিয়ারচর থানার ওসি আবদুল লতিফ জানান, তিনি উপজেলার বাইরে ছিলেন। ঘটনাটি শুনেছেন। বিষয়টি সম্পর্কে তার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here