রংপুর সিটি নির্বাচনে লাঙ্গল এগিয়ে

0
398

খবর ৭১:রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত জাতীয় পার্টির লাঙ্গল এগিয়ে আছে। ১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৪৭ টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে জাতীয় পর্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ২৯ হাজার ৯২৬ ভোট পেয়েছেন।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ১০ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ৪ হাজার ৪৮৭ ভোট।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

রসিকের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here