মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি চাপায় আহত ১৯

0
362

খবর৭১: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে তুলে দিয়েছে এক ব্যক্তি। এই ঘটনায় ১৯ জন আহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভিক্টোরিয়া পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, মেলবোর্ন শহরের ব্যস্ততম রেল স্টেশনের কাছে ফ্লিন্ডার্স স্ট্রিটে বেশ কয়েকজন পথচারীর ওপর গাড়িটি তুলে দেয় চালক। এই ঘটনা সন্ত্রাসী হামলা কিনা তা স্পষ্ট নয়।

ছবিতে দেখা যাচ্ছে, একটি সুজুকি এসইউভি গাড়ি একটি ফোন বক্সের সঙ্গে সংঘর্ষ লেগে পড়ে আছে। কয়েকজন আহত পথচারীকে চিকিৎসা সেবা দেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here