অযোগ্য কর্মীদের গালে চড়!

0
3050

খবর৭১: অযোগ্য নারী কর্মীদের পরস্পরের গালে চড় মারার শাস্তি দিয়েছে চীনের এক কোম্পানি। বিউটি ও স্কিন কেয়ার কোম্পানি নানচাং জিনহুয়াউন মাইয়ে জানায়, পুরো বছরেই যাদের কাজের অদক্ষতা প্রমাণিত হয়েছে সেসব নারীদের সাজা হিসেবে পরস্পরকে চপেটাঘাত করানো হয়েছে। এমন সাজার বিনিময়ে তাদের চাকরি বহাল রাখা হয়েছে।

ডেইলি মিরর জানায়, সম্প্রতি কোম্পানিটি ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বার্ষিক উৎসবের এই দিনে অযোগ্য এসব নারীর চড়ের সাজা দিয়েছে কোম্পানি। শত শত সহকর্মীর সামনে প্রায় ডজনখানেক কর্মী একে অপরের গালে সজোরে চড়াতে থাকেন। ওইসব কর্মীর নিয়োগকর্তা তা বন্ধ করার আদেশ না দেয়ার আগপর্যন্ত এমন চপেটাঘাত চলেছে।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here