খবর৭১: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনের কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
বৃহস্পতিবার (২১ ডিসেমব্র) দুপুর ১২টার ৫ মিনিটে নগরের ২১নং ওয়ার্ডের সেনপাড়া শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনে আসেন তিনি। এসময় সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে ভোট কেন্দ্রে আসছেন কিন্তু কালো ও সিলের অভাবে ভোটাররা ফিরে যাচ্ছেন। নির্বাচন কমিশন যে দায়িত্ব নিয়েছিলেন তা পালনে ব্যর্থ হয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের সলেমা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা ভালো পরিবেশেই ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত, বিপুল ভোটেই জয়ী হবো।’
সেনপাড়া শিশুমঙ্গল কেন্দ্রে সকাল সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার ভাই জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের।
খবর৭১/জি: