খবর ৭১: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ভোট দিলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ বিষয়ে জাতিসংঘে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে মুসলিম ও আরব দেশগুলোর আহ্বানে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে জাতিসংঘে। তবে সমালোচনার মুখেও অনড় অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য পায়, এমন দেশগুলো যুক্তরাষ্ট্র ঘোষিত এ স্বীকৃতির বিরুদ্ধে ভোট দিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় সময় বুধবার (২০ ডিসেম্বর) সকালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা আমাদের কাছ থেকে শত শত কোটি টাকা নিচ্ছে এবং আমাদের বিপক্ষেই ভোট দিচ্ছে। তাদের তা করতে দিন, আমাদের টাকাগুলো সঞ্চয় করবো। মাথাই ঘামাই না ওসব নিয়ে।’
ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর প্রতিবাদের মুখে আয়োজিত জাতিসংঘের এ অধিবেশনে জেরুজালেমকে কোনও রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার ব্যাপারে প্রস্তাবনা আনা হয়। খসড়া রেজ্যুলেশনে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না থাকলেও, সেখানে বলা আছে, জেরুজালেম নিয়ে যেকোনও প্রস্তাবনা বাতিল করা হবে।
এর আগে নিরাপত্তা পরিষদের ১৪টি রাষ্ট্র এ ব্যাপারে একমত প্রকাশ করেছে এবং ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর ফলে তা শেষ পর্যন্ত ঝুলে যায়।
উল্লেখ্য, এর আগে জেরুজালেম ইস্যুতে প্রস্তাব পাসের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটাভুটির ওপর নজর রাখা হচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি সাধারণ পরিষদের বেশ কয়েকটি সদস্য দেশের কাছে ইমেইল করে সতর্ক করছেন। সূত্র: বিবিসি।