ভারতে বাংলাদেশিদের ভিসা বেড়েছে, পাকিস্তানিদের কমেছে

0
446

খবর ৭১:চলতি বছর প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশিদের জন্য তিন লাখের বেশি ভিসা দেয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে ভারত। এ বছর এ পর্যন্ত পাকিস্তানিদের দেয়া হয়েছে মাত্র ৩৪ হাজার ৪৪৫টি ভিসা।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।

এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত বছর বংলাদেশিদের ভিসা দেয়া হয়েছিল মোট ৯ লাখ ৩৩ হাজার। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার।

অন্যদিকে চলতি বছর পাকিস্তানিদের ভিসা প্রদান কমিয়ে দিয়েছে ভারত। এ বছর এ পর্যন্ত পাকিস্তানিদের দেয়া হয়েছে মাত্র ৩৪ হাজার ৪৪৫টি ভিসা। গত বছর এ সংখ্যা ছিল ৫২ হাজার ৫২৫।

ভারতে বেশ কিছু সন্ত্রাসী হামলার পর এ দুটি দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যায়। ওই উত্তেজনার কারণে পাকিস্তানিদের দেয়া ভিসার সংখ্যা কমে গেছে বলে ধারণা করা হয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here