ছাগলের পেটে ‘ভূতের বাচ্চা’!

0
460

খবর ৭১:ছাগলের প্রসবকৃত ‘ভূতের বাচ্চা’ নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে তোলপাড়। দেখতে ভয়ংকর ‘অদ্ভুদাকার’ এক মুখমণ্ডল।

এটি উপজেলার শালীহর গ্রামের মুন্সীর চক এলাকার কৃষক ইদ্রিছ আলীর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত ৭টায় ছাগলের এ বাচ্চা প্রসব হয়। প্রায় ১২ ঘণ্টা জীবিত ছিল। বুধবার সকালে বাচ্চাটি মারা যায়।

বাচ্চাটি প্রসবের পরপর ছড়িয়ে পড়ে ছাগলের পেটে জন্ম নিয়েছে মনুষ্যাকৃতির বাচ্চা! এরপর উপচেপড়া মানুষের ভিড় জমে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, প্রসবকৃত ছাগলের মুখমণ্ডল দেখতে কাটা জাম্বুরার মতো লালচে, যার মধ্যে জিহ্বা ও চোখও আছে। মাথাটা মনুষ্য আকৃতির, চুলও খাটো। কপালটা অস্বাভাবিক বড়ো। তবে শিং নেই। যা দেখার পর প্রচার হয় এটা ‘ভূতের বাচ্চা’! দেখতে এসে অনেকে ভয়ও পান।

মৃত ওমর আলীর পুত্র মো. ইদ্রিছ আলী জানান, দুই বছর বয়সী এ ছাগলটি দ্বিতীয়বার গর্ভধারণ করেছিল। প্রথম শাবক বাচ্চা সুস্থ ছিল, দ্বিতীয়বার এমন অস্বাভাবিক বাচ্চা প্রসবের ঘটনা ঘটে। তবে মা ছাগলটি সুস্থ্য রয়েছে।

ইদ্রিছ আলীর স্ত্রী খোদেজা খাতুন জানান, এমন দৃশ্য কখনও দেখি নাই। ভয় লাগে!

আরেক দর্শনার্থী রাবেয়া খাতুন জানান, দেখলেই আঁতকে উঠি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জানান, এটি জন্মগত ত্রুটি।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here